মেহেরপুর ৭১, ২৮ সেপ্টেম্বর:
কেক কাটা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা যুবলীগ। আজ সোমবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে কেক কাটা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন। এসময় জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র রিটন বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকীতে মেহেরপুর জেলা যুবলীগ নানা কর্মসূচী পালন করছে। আলোচনা, কেক কাটা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা, শিশু পরিবার সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও পরচারিদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও দোয়ার আয়োজন, বৃক্ষরোপন সহ নানা কর্মসূচী পালন করছে।
অরণি’র সভাপতি ও মেহেরপুর৭১ -এর নির্বাহী সম্পাদক নিশান সাবেরের পরিচালনায় কুইজ প্রতিযোগিতায় মেহেরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় কুইজ সাজানো হয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ কেন্দ্রীক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন। পরে সেখানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এসময় পৌর প্যানেল মেয়র মো. শাহিনুর রহমান রিটন, যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলোন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুব হাসান ডালিম, মেজবাউদ্দিন, সাইদুর রহমান উজ্জল, শরাফউদ্দিন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, সাজিজুর রহমান সাজু, যুবলীগ নেতা মো. মিন্টু আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।