মেহেরপুর ৭১, ২২ এপ্রিল:
মেহেরপুরের মুজিবনগরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া গেছে। আজ বুধবার সকালে ৫ জনের পরীক্ষার রিপোর্ট পাঠায় আইইডিসিআর। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার দাউকি ইউনিয়নের বিনোধপুর রমজান মুন্সির ছেলে। সে মুজিবনগর উপজেলা ব্র্যাক অফিসে কর্মরত রয়েছেন। তিনি কয়েক দিন আগে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গিয়েছিলেন যক্ষা কিডস সংগ্রহ করার জন্য। এদিকে রোগীর সংস্পর্শে আসা ব্র্যাক অফিসের ১৫ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। জাহাঙ্গীর আলম মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের স্কুল শিক্ষক মুন্সি মোকাদ্দেস হোসেনের বাড়ি ভাড়ায় থাকেন। তার পরিবারে ৩ জন সদস্য। এ ঘটনার পর পরিবারের সদস্য ও বাড়ির মালিকসহ তার পরিবারকে হোম কোরায়েনটাইন রাখা হয়েছে। সেই সাথে আশেপাশের ১০ বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, আক্রান্ত ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। ইতোমধ্যে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর সহকর্মীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির ভাড়া বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাকে প্রাথমিক অবস্থায় তার ভাড়া বাড়িতেই চিকিৎসা সেবা নেয়ার জন্য বলা হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তার চিকিৎসা ও সার্বিক বিষয় দেখ ভাল করবে। তবে এ বিষয়ে আতঙ্কিত হবার দরকার নেই। মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ঐ ব্যক্তির অবস্থা এখনও ভালো রয়েছে। সিভিল সার্জন সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অন্তত এই মুহূর্ত থেকে সকলের উচিত বাড়ির বাইরে বের না হওয়া। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি জানান, দুদিন আগে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ বুধবার ঢাকা থেকে সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সকালেই আমরা রোগীর সাথে কথা বলে তাকে নিজ বাড়িতে একটি রুমে একা থাকার জন্য নির্দেশ দিয়েছি।
পূর্বের পোস্ট