মেহেরেপুর সদর উপজেলার ঝাউবিাড়িযা গ্রামের বীর মুক্তযিোদ্ধা খোদা বকশের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়ছে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় ঝাউবাড়িয়া কবর স্থানে সংলগ্ন স্থানে জানাযা শেষে দাফন করা হয়।
এর আগে মরহুমের মরদহেে জাতীয় পতাকা আচ্ছাদিত করে সম্মান জানানো হয়। পরে পুলশিরে একটি চৌকস দল তার লাশে র্গাড অব অনার প্রদান কর। এ সময় বিহগলের করুন সুর বেজে উঠে। রাষ্ট্ররে পক্ষে সালাম গ্রহণ করনে সদর উপজলোর নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম। এসময় জেলা কমন্ডার বশির আহম্মদে, বীর মুক্তযিোদ্ধা কাশেম, অন্যান্য মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিহতের পরিবার থেকে জানা গেছে, মুক্তিযোদ্ধা খোদা বকশ হঠা হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার সন্ধ্যায় তাঁকে কুষ্টয়িা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রা হয়। হাসপাতালে চকিৎিসাধীন অবস্থায় রাত ২ টার সময় তিনি মারা জান।। মৃত্যু কালে তার বয়স হয়ছেলি ৭৩ বছর। মরহুম খোদা বকশ স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান সহ বহু গুনগ্রাহী রখেে গেছেন।