মেহেরপুর ৭১, ০৪ জানুয়ারি:
আমার মৃত্যুর জন্য আমি দায়ী, আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি এমন সুইসাইড নোট লিখে মেহেরপুর শহরের হালদার পাড়ায় অরুপ হালদার নামে এক যুবক আত্মহত্যা করেছে। তবে কখন সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। অরুপের বদ্ধ ঘরে জানালা দিয়ে তার লাশ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী ঘরের চালের টালি ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। এসময় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ মেহেরপুর মর্গে নেয়। এলাকাবাসী জানায়, অরুপ হালদারের সাথে ২ বছর আগে একই পাড়ার অদিতির সাথে বিয়ে হয়। ৬ মাস আগে পারিবারিক কোলহের কারণে অদিতি অরুপকে তালাক দেয়। এরপর রবিবার রাত থেকে সোমবার সকালের যেকোন সময় অরুপ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে ৮ পাতার সুইসাইড নোট লিখে গিয়েছে। এছাড়া তার পরিহিত গেঞ্জিতে বিভিন্ন ধরণের প্রেমের উক্তি লেখা আছে। ঘরের দেয়ালসহ বিভিন্ন জায়গায় প্রেম পত্র লেখা আছে। ৮ পাতার সুইসাইড নোটের সব শেষে লিখেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না, আই লাভ ইউ অদিতি। অদিতির মা বলেন, ২ বছর আগে বিয়ে হয়। ৬ মাস আগে তালাক দেয়। এর মধ্যে আর কোন যোগাযোগ হয়নি। আমরা কেউ মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে যায়নি।
পূর্বের পোস্ট